• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

হিমালয়ের সবচেয়ে কাছের জেলা পঞ্চগড়। জেলার তেঁতুলিয়ায় গত কয়েক দিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে।

এদিকে কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামলেই হিমেল হাওয়ায় শীত অনুভূত হয়।

মঙ্গলবার সকাল ৯টায় এ উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে, সোমবার (৪ ডিসেম্বর) তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পঞ্চগড় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী ডিসেম্বর থেকে উত্তরের সীমান্তবর্তী তেঁতুলিয়ায় শীত পড়তে শুরু করেছে। তাপমাত্রা যেখানে ১৩-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ বাড়ছে।

Place your advertisement here
Place your advertisement here