• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সুন্দরগঞ্জে বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ২

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরো চারজন। শুক্রবার রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের জাকিরুল ইসলাম (২৭) ও গাইবান্ধা সদর উপজেলার বাকির মোড় এলাকার অটোরিকশাচালক নাজমুল ইসলাম (৩৮)।

স্থানীয়রা জানান, রাতে উপজেলার বামনডাঙ্গা বন্দর থেকে নিউ সাফা পলাশবাড়ি এক্সপ্রেস নামের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি সর্বানন্দ ইউনিয়নের পরিষদের পুরাতন ভবনের সামনে গিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ৬ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে রাত ১২টার দিকে জাকিরুল ইসলাম ও শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল ইসলাম মারা যান।

সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমএ আজিজ জানান, বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Place your advertisement here
Place your advertisement here