• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

স্মার্টফোন নিয়ে ভাই-বোনের কাড়াকাড়ি, হেরে গেলেন আশামনি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁওয়ের আখানগরে আশা মনি নামে এক মাদরাসা শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে রুহিয়া থানার আখানগর ইউপির ডাঙাপাড়া এলাকায় বিষপানের এ ঘটনা ঘটে। বিষপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার এসআই আবু হানিফ৷ 

আশামনি ডাঙাপাড়া গ্রামের কৃষক আলীর মেয়ে। তিনি সদর উপজেলার রহিমানপুর আলিম মাদরাসার দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিল। 

এসআই আবু হানিফ বলেন, রাত সাড়ে ১০টার দিকে আশামনি ও তার ছোট ভাই রাকিবের সঙ্গে একটি স্মার্টফোনের কারণে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায় রাগকে নিয়ন্ত্রণ করতে না পাড়ায় আশামনি বিষপান করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঠাকুরগাঁও ২৫০ বিশিষ্ট জেনারেল  হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। 

রুহিয়া থানার ওসি সোহেল রানা বলেন, বিষপানে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Place your advertisement here
Place your advertisement here