• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

না ফেরার দেশে স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছেন স্বামী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুর নবাবগঞ্জে করোনার টিকা দিয়ে ফেরার পথে পিকনিক বাসের ধাক্কায় মঞ্জিলা আকতার (৫২) নামের এক স্বাস্থ্য সহকারীর মারা গেছেন। আজ বুধবার বেলা ২টার দিকে উপজেলার ফুলবাড়ি-আফতাবগঞ্জ পাকা সড়কের তেপুকুরিয়া প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জিলা (৫২) উপজেলার কুশদহ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাসুদ রানার স্ত্রী। সে জয়পুর ইউনিয়নের সহকারী স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাজাহান আলী বিষয়টি নিশ্চিত করেন।

পরিবারের বরাত দিয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাজাহান আলী জানান, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা জয়পুর ইউনিয়নের করোনাভাইরাসের টিকা দিচ্ছিলেন মঞ্জিলা। টিকা দেওয়া শেষে স্বামীর মোটরসাইকেলে‌ করে আফতাব গঞ্জ নিজ বাড়িতে ফিরছিলেন।

পথে আফতাবগঞ্জ তেপুকুরিয়া প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে চলন্ত মোটরসাইকেলের পেছনে দ্রুতগতিতে আসা স্বপ্নপুরীর দিকে যাওয়া একটি পিকনিকের বাস সজোরে ধাক্কা দেয়। এতে মঞ্জিলা খাতুনসহ তাঁর স্বামী মাসুদ মাস্টার গুরুতর আঘাতপ্রাপ্ত হন। গুরুতর অসুস্থ অবস্থায় দুজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মঞ্জিলা খাতুন (৫২) কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বামী মাসুদ রানা (৫৬) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Place your advertisement here
Place your advertisement here