• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

`ভোট দিনু বায়, কাহ ভয়ভীতি দেখায় নাই`

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীর ডোমারে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এর জন্য নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। বুধবারের এ নির্বাচনে ১০টি ইউনিয়নের ৯০টি কেন্দ্রের মধ্যে ৭০টিকে ঝুঁকিপূর্ণ ছিল।

সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ১১টায় বোড়াগাড়ী দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলে। এ কেন্দ্রের প্রজাইডিং ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ফরহাদুল হক জানান, এ কেন্দ্রে ২৪১৫টি ভোট। এ পর্যন্ত কাস্ট হয়েছে ৩০% ভোট।

দুপুর সাড়ে ১২টায় পূর্ব বোড়াগাড়ী কবি নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রজাইডিং অফিসার ও ডোমার সরকারি কলেজের সহকারী অধ্যাপক বাবুল হোসেন বলেন, এ কেন্দ্রে মোট ভোট ২৩০০টি। এখন পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৫০%।

১ নম্বর ওয়ার্ডের সাধুপাড়ার হরেন চন্দ্র বর্মণের স্ত্রী যতোন বালা (৭০) বলেন, 'ভোট দিনু বায়। কোনো সমস্যা হয় নাই। কাহ ভয়ভীতি দেখায় নাই।'

দুপুর দেড়টায় পশ্চিম বোড়াগাড়ী ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জমিলা খাতুনকে (৯৫) নিয়ে আসা পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়ার মিন্টু আলী (৩৫) বলেন, "দাদি বলছে, 'মুই বায় ভোট দিম। আর বাছ কিনা। এবার ভোটটা দেও।' তাই দাদিকে মোটরসাইকেলে করে নিয়ে এসেছি।"

ডোমার থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ডোমার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ৭০টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সুষ্ঠুভাবে ভোটগ্রহণে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, বিজিবি, র‌্যাব মোতায়েন করা হয়েছে।

ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো সমস্যা হয়নি। ছোটখাটো সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধান করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here