• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পার্বতীপুর উপজেলায় জাতীয় বীমা দিবস পালিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মার্চ ২০২১  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মুজিব শত বর্ষে জাতীয় বীমা দিবস পালিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার”।  সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ থেকে মুজিব শত বর্ষ উপলক্ষে জাতীয় বীমা দিবস পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

জীবন বীমা কর্পোরেশন পার্বতীপুর শাখা ৮৩৯ এর ইনচার্জ মকবুল হোসেন এর নেতৃত্বে র‌্যালি বের হয়। র‌্যালিটি পার্বতীপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। র‌্যালি শেষে দুপুর ১২ টায় উপজেলার  পরিষদ চত্তরে জীবন বীমা কর্পোরেশন বীমা দিবস বিষয়ে বিষদ আলোচনা হয়।

আলোচানায় প্রধান অতিথি হিসেবে, উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার নারশিদ কাওসার রিয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলার আওয়ামীলীগ এর সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, পাবর্তীপুর আদর্শ ডিগ্রী কলেজ এর ভাইস প্রিন্সিপাল মোঃ আব্দুর রাজ্জাক, ।

বীমা দিবস উপলক্ষে র‌্যালিতে ও আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জীবন বীমা কর্পোরেশন এর পাবর্তীপুর শাখার কর্মকর্তা কর্মচারী, সুধিজন, বীমা গ্রাহক, সরকারী কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, জীবন বীমা কর্পোরেশন পার্বতীপুর শাখার উন্নয়ন অফিসার মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।

Place your advertisement here
Place your advertisement here