• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

হাতীবান্ধায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটের হাতীবান্ধায় শতাধিক মেধাবী ও গরিব শিক্ষার্থীদের মাঝে রাফাত জলীল কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। 
শুক্রবার দুপুরে ঠ্যাংঝাড়া রাফাত জলীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান। 

সাবেক সড়ক ও সেতু বিভাগের অতিরিক্ত সচিব ফারুক জলীলের ছেলে রাফাত জলীল অকালে মূত্যুবরণ করেন। তার নামানুসারে রাফাত জলীল ট্রাস্ট গঠন করা হয়। তার স্মৃতিকে ধরে রাখাতে প্রতিবছর সানিয়াজান ইউপির মেধাবী ও গরিব শিক্ষার্থীদের এ মাঝে এ শিক্ষা বৃত্তি দেয়া হয়। 

ট্রাস্টের সভাপতি ফিরোজা বেগমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ট্রাস্টের সম্পাদক, সড়ক ও সেতু বিভাগের সাবেক অতিরিক্ত সচিব ফারুক জলীল, হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন, জেলা পরিষদ সদস্য এরশাদ উল্যাহ শাকিল, সানিয়াজান ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, ইউনিয়ন আওমী লীগের সভাপতি সাহেবুর রহমান মোস্তাজির ও দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুলি খাতুন প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here