• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কনিষ্ঠ পুত্র শেখ রাসেল স্মরণে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়তে ছোট্ট শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে “রং তুলিতে রাঙ্গিয়ে তুলি চেতনায় শেখ রাসেল” এই শ্লোগানকে সামনে রেখে জেলার নবীন আলো নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে শহরের ড্রিমল্যান্ড স্কুলে একটি চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। 

নবীন আলো সংগঠনের সভাপতি সৈয়দ সিহাবের সভাপতিত্বে চিত্রাংকন শেষে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, ডা. শুভেন্দু কুমার দেবনাথ, ড্রিমল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক আজহার উদ্দীন তালুকদার, সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল আল রিয়াদ,সহ-সাধারণ সম্পাদক সিয়াম তালুকদার,শিশু বিষয়ক সম্পাদক সোনিয়া আখতার রিমি,সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিথিলা দাশ,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শুভ,কার্যকারী সদস্য জাহিদ সহ সংগঠনটির অন্য সদস্যবৃন্দরা।

আলোচনা শেষে স্কুলের ছোট্ট শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়। সেই সাথে প্রতিযোগিতায় অংশগ্রহকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিবৃন্দরা।

Place your advertisement here
Place your advertisement here