• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রেললাইনে হাঁটছিলেন নারী, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুলাই ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরের কাউনিয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত নারীর (৪২) মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) বিকেলে উপজেলার কুর্শা ইউনিয়নে মীরবাগ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলনচাপা ট্রেনের ধাক্কায় লাইনের পাশে পড়েন অজ্ঞাত এক নারী। পরে তার মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

লালমনিরহাট রেলওয়ে গোয়েন্দা বিভাগের ডিআইও নজরুল ইসলাম বলেন, বিকেলের দিকে অজ্ঞাত ওই নারী মীরবাগ রেলওয়ে স্টেশনের কিছু দূরে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল। এসময় পঞ্চগড়গামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই নারী লাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। 

খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ওই নারীর মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে পরিচয় পাওয়া না গেলে ওই অজ্ঞাত নারীর মরদেহ আঞ্জুমানে পাঠানো হবে।

Place your advertisement here
Place your advertisement here