• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পীরগাছায় ঢাক-ঢোল পিটিয়ে দায়িত্বনিলেন উপজেলা চেয়ারম্যান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগাছায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের দায়িত্ব গ্রহন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে সাধারন সভা শেষে নবনির্বাচিতদের মাঝে দায়িত্ব বুঝে দেন সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান ও ইউএনও নাজমুল হক সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর—৪ আসেনর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি এমপি। ইউএনও নাজমুল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি,  পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার, ইটাকুমারি শিবচন্দ্র রায় কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, রংপুর মহানগর দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আশরাফুদ্দৌলা আরজু, জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান ও উপজেলার ৯ ইউনিয়নের চেয়ারম্যানগণ।

এসময় বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম প্রমুখ। দায়িত্ব গ্রহন উপলক্ষে নেচে গেয়ে ও ঢাক—ঢোল পিটিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কর্মী ও সমর্থকসহ সর্বস্তরের লোকজন উপজেলা পরিষদ চত্ত্বরে উপস্থিত হন। পরে পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভায় যোগ দেন সংসদ সদস্য টিপু মুনশি ও নাছিমা জামান ববিসহ নেতাকর্মীরা। এসময় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে চেয়ারম্যান দ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।  

Place your advertisement here
Place your advertisement here