• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে র‌্যালী ও আলোচনা সভা       

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, রংপুর রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার আবদুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। সভায় শব্দদূষণের স্বাস্থ্যগত ক্ষতি নিয়ে আলোচনা করেন, রংপুর মেডিকেল কলেজের নাক, কান ও হেড-নেক সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ এএইচএম রশিদণ্ডই-মাহবুব। আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, যানবাহনের জোরালো হর্ণ, ইঞ্জিনের শব্দ, যানবাহন চলাচলের শব্দ, বিভিন্ন নির্মাণ কাজের শব্দ, মেশিনে ইট ও পাথর ভাঙ্গার শব্দ, ভবন ভাঙ্গার শব্দ, কলকারখানা থেকে নির্গত শব্দ, লাউড স্পিকারের শব্দ, মাইকিং, উড়োজাহাজের শব্দসহ বিভিন্ন কারণে শব্দ দূষণ হচ্ছে। এতে করে মানুষের দুশ্চিন্তা, উগ্রতা, উচ্চ রক্তচাপ, শ্রবণশক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাত, স্মরণশক্তি হ্রাস, মানসিক অবসাদসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। এর আগে একটি জনসচেতনতামূলক র‌্যালী জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

Place your advertisement here
Place your advertisement here