• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

তারাগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

সারা দেশের ন্যায় রংপুরের তারাগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

রবিবার (১৭মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনাসভা, রচনা, চিত্রাস্নকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার মোঃ রুবেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান লিটন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়োজিদ বোস্তামী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) ছিদ্দুকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ আলতাফ হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ সুশীল সমাজের  নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

Place your advertisement here
Place your advertisement here