• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুরে টয়লেটের কূপ খুঁড়তে গিয়ে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগাছায় টয়লেটের কূপ খননের সময় বালু ধসে সাইফুল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মার্চ) দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নেরর মাস্টার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম একই উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন কানিপাড় গ্রামের নজরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মাস্টার পাড়া গ্রামের সাইদুল ইসলামের বাড়িতে টয়লেটের কূপ খুঁড়তে পাঁচজন শ্রমিক কাজ করছিলেন। প্রায় ২০ ফিট খননের পর আকস্মিক বালু ধসে সাইফুল ইসলাম নিচে চাপা পড়েন। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে দীর্ঘ সময় চেষ্টা করেও সাইফুলকে জীবিত উদ্ধার করতে পারেনি। একপর্যায়ে এলাকাবাসীর সহযোগিতায় স্কেভেটর দিয়ে মাটি সরিয়ে সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বালু ভরাট করা একটি জায়গায় কূপ খননের সময় ধসে যায়। এতে চাপা পড়ে সাইফুলের মৃত্যু হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, কূপের ভিতর থেকে সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here