• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগাছায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় দিচ্ছেন হুমায়রা আক্তার তিন্নি নামে এক পরীক্ষার্থী। তিনি উপজেলার রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

এর আগে পরীক্ষার্থীর বাবা স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল ওহাব রতন রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টায় মারা যান।

সোমবার (২০ফেব্রুয়ারি) সকালে পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ওই পরীক্ষার্থী কান্না করছেন আর খাতায় লিখেছন আর চোঁখ দিয়ে পানি ঝরছে। এ সময় হল পরিদর্শকরা তাকে সান্তনা দিচ্ছেন।

পীরগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সুবীর কুমার চক্রবর্তী বলেন, আব্দুল ওহাব রতন অনন্তরাম ( দশগাঁ) গ্রামের বাসিন্দা।  তিনি ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পীরগাছা বাজারে পানের আড়ৎদারি করতেন।

এ ব্যাপারে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অ্যাকাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া বলেন, বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর প্রতি সমবেদনা জানিয়েছি। তাকে সান্তনা দিচ্ছি। তার যাতে পরীক্ষা  দিতে কোন সমস্যা না হয় সে বিষয়টি খেয়াল রাখছি।

Place your advertisement here
Place your advertisement here