• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

মিঠাপুকুরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ট্রাকের চালক-হেলপার গ্রেফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে প্রায় ৩৪ কেজি গাঁজাসহ ট্রাক চালক ও তার হেলপারকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট জেলার কুলাঘাট এলাকার আলাল উদ্দিনের ছেলে ট্রাকের চালক মো. দুলাল ইসলাম এবং একই এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে ট্রাকের হেলপার মো. জামিনুল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ভোরে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বলদিপুকুর এলাকায় রংপুর-ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে ৩৩ দশমিক ৯ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করেছে।

Place your advertisement here
Place your advertisement here