• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রংপুরে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর করা মামলায় যুবক গ্রেফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরের কাউনিয়ায় ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়া নারীর দায়ের করা মামলায় বিপ্লব মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার ফাতাংটারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বিপ্লব মিয়া উপজেলার হারাগাছ পৌরসভার পাইকার বাজার এলাকার মৃত আব্দুর রউফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারিসুল ইসলাম।

তিনি জানান, ওই নারী বিবাহিত। তার তিনটি সন্তান রয়েছে। প্রায় তিন বছর আগে স্বামী তাকে ছেড়ে ঢাকায় গিয়ে অন্য নারীকে বিয়ে করেন। এরপর থেকে ওই নারী সন্তানদের নিয়ে তার মায়ের কাছে বসবাস করছেন।

এই সুযোগে গত বছরের ২৫ আগস্ট প্রতিবেশি বিপ্লব মিয়া ওই নারীকে বাড়িতে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর বিভিন্ন সময় ওই নারীকে ধর্ষণ করেন বিপ্লব মিয়া। ধর্ষণের ফলে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

ওসি হারিসুল ইসলাম বলেন, সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগী ওই নারী হারাগাছ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর পরেই পৌর এলাকার ফাতাংটারী গ্রামে শ্বশুর বাড়ি থেকে বিপ্লবকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here