• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

Find us in facebook
সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

মিঠাপুকুরে নাতির হাতে নানি খুন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরের মিঠাপুকুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে নাতির বটির আঘাতে নানি খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত নাতিকে আটক করেছে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার দুপুরে ঘাতক নাতি মাসুদ রানাকে (৪০) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ছে। 

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহত বৃদ্ধার নাম সকিনা বেগম (১০৫)। তিনি উপজেলার বালারহাট ইউনিয়নের খোর্দ্দ শেরপুর গ্রামের মৃত হেছাব আলীর স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘নিহত সকিনা বেগমের পরিবারে জমিজমার ভাগ বন্টন নিয়ে দীর্ঘ দিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলে আসছে। সকিনা বেগম মাসুদ রানার নানি। নানীর বাড়িতেই থাকতেন মাসুদ। শুক্রবার সন্ধ্যায়  বটি দিয়ে নানি সকিনার গলায় কোপ মারেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মেয়ে মনজুয়ারা বেগম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মিঠাপুকুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মূল আসামীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Place your advertisement here
Place your advertisement here