• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

গঙ্গাচড়ায় কম্বল পেয়ে খুশি শীতার্ত মানুষ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

জারোত (শীত) হামরা কাহিল হয়া গেছি। কায়ো হামার দিকে দেখে না। আজ ইউএনও স্যার কম্বল দেইল। কম্বল খান পায়া খুব উপকার হইল বাহে। 

রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের দেওয়া কম্বল পাওয়ার পর এমন প্রতিক্রিয়া জানান উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মধ্যপাড়া এলাকার সুরজাহান বেওয়া (৬৩)। তিনি আরো বলেন, যে শীত পড়ছে সওয়া যায় না। রাইতোত হুহু করি বাতাস আসি গাওত নাগে। কম্বল কোনা পেয়া আজ রাইতোত শান্তিতে ঘুমবার পাইম।

বৃহস্পতিবার সদর ইউনিয়নের সরিয়ত উল্লা মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ তামান্না। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কম্বল পেয়ে মর্জিনা বেগম (৬২) বলেন, হামরা গরিব মানুষ বা। এর আগোত মোক কাও কম্বল দেয় নাই। আজ হামার এ্যাটে আসি হাতোত কম্বল দেইল ইউএনও। এতেই হামরা খুশি।

ইউএনও নাহিদ তামান্না বলেন, এ শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। তাই আমরা উপজেলার ছিন্নমূল, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছি। এটি অব্যহত রয়েছে।

Place your advertisement here
Place your advertisement here