• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কম্বল নিয়ে ভাসমান বেদে পল্লীতে গঙ্গাচড়ার ইউএনও 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

তিস্তা নদী বিধৌত রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শীতের তীব্রতা বাড়তে থাকায় ভোগান্তিতে পড়েছে বেদে সম্প্রদায়ের লোকজন। বেদে পল্লীর শীতার্তদের পাশে দাঁড়ালেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত আটটার সময় উপজেলার লক্ষীটারী ইউনিয়নের শেখ হাসিনা সেতুর পাশে ভাসমান বেদে ৫২টি পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এসময় রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ইউএনও নাহিদ তামান্না বলেন, শীতের তীব্রতা বাড়ায় ছিন্নমূল পর্যায়ের মানুষেরা কষ্টে দিনযাপন করছেন। তাদের পাশে এখনই দাঁড়ানোর সময়। বেদেদের মতো এরকম যারা ভাসমান জীবনযাপন করছেন তাদের পর্যায়ক্রমে শীতবস্ত্র প্রদান করা হবে।

এসময় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

Place your advertisement here
Place your advertisement here