• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

গঙ্গাচড়ায় প্রার্থীদের আচরণ বিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  রংপুর-১ (গঙ্গাচড়া-রংপুর সিটির ১-৮ ওয়ার্ড) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নাহিদ তামান্না।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রার্থীদের  নির্বাচনী আচারণ বিধি মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন  আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ, স্বচ্ছ ও নিরপেক্ষ উপহার দিতে যা যা কররার দরকার আমরা করবো। এক্ষেত্রে আপনারা যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন সবার সহযোগিতা প্রয়োজন।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ, গঙ্গাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান,পরশুরাম থানার ওসি  হোসেন আলী,হাজীরহাট থানার ওসি  রজব আলী, হারাগাছ থানার ওসি  হারেসুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গা'র প্রতিনিধি মমিনুর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী শাহিনুর আলম, মোশাররফ হোসেন, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী শ্যামলী রায়সহ ৯ জন প্রার্থীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here