• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কাউনিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুরে ‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ এই স্লোগানে কাউনিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে কাউনিয়া ডায়াবেটিস সমিতির উদ্যোগে একটি র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিন্না চম্পা ফাউন্ডেশন হল রুমে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাউনিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মাসুদার রহমান।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউনিয়া ডায়াবেটিক সমিতির মেডিক্যাল অফিসার মারজিয়া শারমিন, আঁচল নারী কল্যাণ সংঘের সভাপতি রায়হানা বিনতে হোসাইন, জিন্নাহ চম্পা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান পিন্টু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য রোগ। বিশেষজ্ঞদের মতে- অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার খেলে, শারীরিক পরিশ্রম ও নিয়মিত শরীর চর্চা না করলে, স্বাভাবিকের চেয়ে মাত্রাতিরিক্ত ওজন বেড়ে গেলে ডায়াবেটিস হতে পারে।

পাশাপাশি ডায়াবেটিস রোগীদেরকে নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য খাওয়া, সুশৃঙ্খল জীবনযাপন করা ছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ ও ইনসুলিন গ্রহণ করার আহ্বান জানান।

Place your advertisement here
Place your advertisement here