বেরোবির প্রথম পুলিশ ক্যাডার অংকুর দে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩

Find us in facebook
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী অংকুর দে। সম্প্রতি তিনি ৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি বেরোবির প্রথম পুলিশ ক্যাডার।
অংকুর দে’র বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার এস আর পাড়ায়। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি বড়। তার বাবা অসীম দে, একজন ব্যবসায়ী। আর মা অঞ্জনা দে। তিনি অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী।
অংকুর দে ২০০৮ সালে পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১০ সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ-৪.৬০ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়ে অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষাতেই সাফল্যের সঙ্গে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি রূপালী ব্যাংকের একটি শাখায় অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
অংকুর দে বলেন, পুলিশের ইউনিফর্ম আমাকে খুব আকৃষ্ট করে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই আমার স্বপ্ন ছিল পুলিশ হওয়ার। আমি নিজেকে সেভাবেই ভাবতাম। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বিসিএস নিয়ে তেমন ধারণা না থাকলেও নিজ উদ্যোগে মুক্তিযুদ্ধ, জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে প্রচুর পড়াশোনা করতাম। এসব ব্যাপার নিয়ে আমার নিজস্ব চিন্তাভাবনা তৈরি হয়েছিল। এগুলো আমাকে বিসিএসের লিখিত পরীক্ষায় খুব সাহায্য করেছে।
মাস্টার্স শেষ করে আমি চাকরির পড়াশোনা শুরু করি। প্রথমে রংপুর এবং পরবর্তীতে ঢাকায় চাকরির প্রস্তুতি নিই। আমি স্মার্ট ওয়ার্কের প্রতি মনোযোগী হই। প্রথমেই বিসিএসের সিলেবাসের ওপর একটি সম্যক ধারণা নিই। তারপর বিগত সালের প্রশ্নগুলো সলভ করে বিসিএসের জন্য কী কী গুরুত্বপূর্ণ সেগুলো নোট করি। আমি ঢাকায় অবস্থানকালে প্রতিদিন গড়ে ৮-১০ ঘণ্টা পড়তাম। একটা সময় পড়াশোনাই নেশা হয়ে গিয়েছিল। নিজের কাজে মনোযোগী ছিলাম।
তিনি আরও বলেন, যখন রেজাল্ট হয় তখন আমি ট্রেনে। ভেবেছিলাম আমার নন-ক্যাডার আসবে। তাই আমি নন-ক্যাডার লিস্টে আমার রোল চেক করি। ওই লিস্টে রোল না পেয়ে আমি বিমর্ষ হয়ে পড়ি। তখন আমার স্ত্রী মোবাইল নিয়ে রেজাল্ট খুঁজে বের করে দেখায় আমি পুলিশ ক্যাডারে ৩৯তম হয়েছি। প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। বারবার রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে দেখলাম। এসএমএস করে রেজাল্ট দেখে নিশ্চিত হলাম। এরপর কয়েকজন বন্ধুকে দিয়েও চেক করালাম।
অংকুর দে বলেন, আমার পড়াশোনার সবথেকে বড় অনুপ্রেরণা ছিল আমার বাবা। তিনি একেবারে ছোটবেলা থেকেই প্রতিনিয়ত এমনকি চাকরির প্রস্তুতি নেওয়ার সময়ও আমার পড়াশোনার খোঁজ নিতেন। আমার মায়ের খুব ইচ্ছা ছিল তার ছেলেকে তিনি বড় অফিসার হিসেবে দেখবেন। মায়ের ইচ্ছা আমাকে এই কঠিন পথে চলতে সাহস জুগিয়েছে। এছাড়া আমার হতাশার সময় আমার স্ত্রী সব সময়ই আশার গল্প করেছে। আমার খালাতো ভাই সেতুও আমাকে প্রচুর সাহায্য করেছে।
তিনি চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রথমেই একটা লক্ষ্য স্থির করতে হবে। নিজের ব্যক্তিত্ব, স্বপ্ন, যোগ্যতা আর পরিবারের কথা ভেবে লক্ষ্য স্থির করাটা বুদ্ধিমানের কাজ হবে। একবার লক্ষ্য স্থির করলে পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। নিজের প্রতি বিশ্বাস রেখে নিজের সর্বোচ্চটা দিলে লক্ষ্যে পৌঁছানো যাবেই। তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে বিসিএস শুধুই একটি চাকরি। এটার জন্য আপনি আপনার পরিবার, কাছের আত্মীয়স্বজন, খুব কাছের বন্ধুদের দূরে ঠেলে দেবেন না। তাদেরকেও সময় দেবেন। নিজের জীবনকে সুস্থ ও ইতিবাচকভাবে উপভোগ করবেন। জীবনে আনন্দ-বেদনা যাই আসুক না কেন এনজয় করবেন। ভেঙে পড়বেন না।
অংকুর দে’র মা অঞ্জনা দে বলেন, ছেলে বিসিএস ক্যাডার হওয়ায় আমি কতটা খুশি হয়েছি তা ভাষায় বর্ণনা করা যাবে না। ছেলে যখন এ খবর নিয়ে আমার সামনে এলো তখন খুশিতে ছেলেকে ধরে কান্না করেছি। অংকুর দে অনেক পরিশ্রম করেছে, যার ফলে সৃষ্টিকর্তা তাকে এ সফলতা দিয়েছেন।
অংকুর দে’র বাবা অসীম দে বলেন, আমাদের আত্মবিশ্বাস ছিল অংকুর একদিন ভালো কিছু করবে। আমরা বাবা-মা হিসেবে তাকে যতটুকু সহযোগিতা করা যায় করেছি। বাকিটা তার পরিশ্রমের ফল। অংকুর এখন আমাদের পরিবারসহ এলাকাবাসীর গর্বের বিষয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান ড. নজরুল ইসলাম বলেন, আমাদের বিভাগ (গণযোগাযোগ ও সাংবাদিকতা) ও বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয় যে আমাদের একজন শিক্ষার্থী (অংকুর দে) বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে। এটি এই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাস জোগাবে। অংকুর দে যেহেতু আমাদের বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী হিসেবে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে সেহেতু আমরা আশা করছি পরবর্তী ব্যাচগুলো থেকেও শিক্ষার্থীরা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যাবে এবং দেশের সেবায় অবদান রাখবে।
- ‘আওয়ামী লীগের নেতৃত্বেই ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে’
- অসুস্থ নানীকে দেখতে রমেকে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম
- জিয়ার অগ্নি সন্ত্রাসে ভুলষ্ঠিত মানবাধিকার শীর্ষক আলোচনা সভা
- পলাশবাড়ীতে মোটরসাইকেল চুরি করে ২০ হাজারে বিক্রি, গ্রেফতার ৯
- নীলফামারীর আই কেয়ারের বিনামূল্যে ‘স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম’
- গ্রামের নাম ‘ভন্ডগ্রাম’, পরিবর্তন চান এলাকাবাসী
- চাহিদা বাড়ায় রংপুর অঞ্চলে বাড়ছে সুপারি চাষ
- নীলফামারীতে ৪০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২
- নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
- হঠাৎ ধানক্ষেতে নামল হেলিকপ্টার
- রংপুরে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৫
- গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে মামলা
- `মানুষকে বিভ্রান্ত করাই স্বাধীনতার বিপক্ষ শক্তির মূল কাজ`
- `বিদেশি পর্যবেক্ষক আসুক আর না আসুক, নির্বাচন সুষ্ঠু হবে`
- ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় প্রাণ গেল চিকিৎসকের
- ‘বাংলাদেশের বদলে যাওয়ার গল্প শুনতে চায় পৃথিবীর মানুষ’
- তিস্তায় নিখোঁজের ১৮ দিন পর লাশ উদ্ধার
- সিটি করপোরেশনের বর্ধিত এলাকায় সাপের উপদ্রব
- দিনাজপুরে ৭৬ কেজি গাঁজা উদ্ধার
- আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি
- দুই মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১৫ শতাংশ
- রূপপুরে ইউরেনিয়াম আসছে ২৮ সেপ্টেম্বর
- কর আদায় বাড়াতে নতুন ২৮টি কর অঞ্চল হচ্ছে
- জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে মাতারবাড়ী প্রকল্পের ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ
- গণপরিবহনে বৈদ্যুতিক গাড়ি
- সংকট এড়াতে সৎ হতে হবে ধনী দেশগুলোকে
- সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আহ্বান
- বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ
- অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
- ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’
- হাসপাতালে স্যালাইনের সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রীর কার্যালয়ে এমানুয়েল ম্যাক্রোঁ
- শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ীই নির্বাচন হবে: আইনমন্ত্রী
- পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
- ‘স্বামী চাই’ প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় তরুণী!
- তিস্তার পানিতে টান, বাড়ছে ব্রহ্মপুত্র ও দুধকুমারে
- সব অধিকার আদায়ের সংগ্রামে ভূমিকা রাখে ছাত্রলীগ : প্রধানমন্ত্রী
- উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান মুক্তিযুদ্ধমন্ত্রীর
- ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সনদপত্র বিতরণ
- লালদিঘী মসজিদ, গরমেও থাকে শীতল
- তিস্তায় তীব্র ভাঙন
- প্রকল্প শেষ হওয়ার আগেই মিলছে সুফল
- কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আরো আধুনিক শহরে রূপ নেবে ঢাকা: সেতুমন্ত্রী
- নীলফামারীতে সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে দু`দিন ব্যাপী প্রদর্শনী
- এনআইডি ছাড়াই নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা
- `সরাসরি বিমান যোগাযোগ জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্প্রসারিত করবে`
- শেখ হাসিনার কাছ থেকে শিখতে চান তিমুরের প্রধানমন্ত্রী
- কোচিং সেন্টার খোলা রাখায় জরিমানা
- শেখ রেহানার ৬৯তম জন্মদিন আজ