• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুরে বিনামূল্যে দুধ পেল ৫ শতাধিক মানুষ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুন ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রংপুর ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশন পাঁচ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে দুধ বিতরণ করেছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে দুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রংপুর ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের জেলা ও বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন বলেন, দুধ পুষ্টিকর খাবারের মধ্যে অন্যতম। আমরা দেশের পুষ্টি চাহিদা পূরণে যেমন কাজ করি, তেমনি দেশের বেকারত্ব কমিয়ে আনতেও কাজ করি। সরকার থেকে পৃষ্ঠপোষক পেলে খামারিরা আরো বেশি সফল হবেন। তাতে এ প্রজন্মের শিক্ষিত তরুণরা খামার করতে আরো বেশি উদ্বুদ্ধ হবে। পুষ্টি চাহিদা যেমন পূরণ হবে, তেমনি বেকারত্ব কমিয়ে আসবে। এ সময় তিনি প্রাণী সম্পদ উন্নয়নে সম্পৃক্তদের খামারিদের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেলা ও বিভাগীয় মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন, জেলা ধর্ম সম্পাদক দীলিপ চন্দ্র ঘোষ, আপ্যায়ন সম্পাদক সুজন, সমাজকল্যাণ সম্পাদক মনসুর আলী প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here