ভদ্র বাবুর দাম ১৫ লাখ, দুষ্টু বাবু ১০
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩ জুলাই ২০২২

Find us in facebook
চোখ দুটি কালো, ছোট্ট দুটি শিং। দেখতে বেশ নাদুস নুদুস। গলায় রশি নেই। শান্ত প্রকৃতির মেজাজ। কালো রংয়ের এই গরুটির আদুরে নাম ‘ভদ্র বাবু’। আচরণে শান্তশিষ্ট ভদ্র বাবুর ভাবখানাও কম নয়। বেশির ভাগ সময়ই থাকেন চুপচাপ। অথচ এর পাশেই রয়েছে আরেকটি গরু। কিছুটা রগচটা স্বভাবের। কারণে অকারণে বারবার মাথা নাড়া দেয়। অনেকটাই দুষ্টু প্রকৃতির। এ কারণে নাম দেওয়া হয়েছে ‘দুষ্টু বাবু’। একবার ছাড়া পেলে আটকানো মুশকিল দুষ্টু বাবুকে।
‘ভদ্র বাবু’ ফ্রিজিয়ান জাতের গরু। বয়স প্রায় ছয় বছর। আর চার বছর বয়সী ‘দুষ্টু বাবু’ ফ্রিজিয়ান ক্রস জাতের। রংপুরে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে এ দুটি গরু বেশ সাড়া ফেলেছে। অনেকেই গরু দুটি কিনতে আগ্রহও দেখাচ্ছেন। খামারিও চাইছেন ভদ্র বাবু ও দুষ্টু বাবুকে পশুর হাটে না তুলে বাড়ি থেকেই বিক্রি করতে। দুই গরুর মধ্যে ভদ্র বাবুর দাম হাঁকছেন ১৫ লাখ, আর দুষ্টু বাবুর দাম ১০ লাখ টাকা।
গরু দুটির মালিক রওশানুল ইসলাম (৩৮)। বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কিষামত হাবু গ্রামে। তিনি ছয় বছর ধরে ফ্রিজিয়ান জাতের গরুটি পালন করে বড় করেছেন। স্বভাবে শান্ত প্রকৃতির হওয়ায় গরুটির নাম দিয়েছেন ভদ্র বাবু। আর চার বছর থেকে লালনপালন করা ফ্রিজিয়ান ক্রস জাতের অন্য গরুটির নাম দিয়েছেন দুষ্টু বাবু।
এবারের কোরবানির ঈদে গরু দুটিকে বিক্রি করতে চান রওশানুল। এই খামারির দাবি, ভদ্র বাবুর ওজন ৪০ মণেরও বেশি। অর্থাৎ ১৬০০ কেজির বেশি মাংস হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দুষ্টু বাবুর ওজন ৩০ মণ অর্থাৎ ১২০০ কেজি মাংস হবে। এ দুটি গরু ছাড়াও রওশানুল ইসলামের খামারে আরও চারটি বিভিন্ন জাতের গরু রয়েছে।
শনিবার (২ জুলাই) সকালে প্রতিবেদক রওশানুলের খামারে যান। সেখানে ভদ্র ও দুষ্টুকে বাড়ির ভেতরে টিনের ছাউনি দেওয়া একটি ছোট্ট খামারে রাখা হয়েছে। নিরিবিলি পরিবেশে সেই চালাঘরে আলো-বাতাস চলাচলের সুব্যবস্থা আছে। এর পাশে অন্য জাতের আরও চারটি গরু রয়েছে। তবে ভদ্র বাবুর আচরণ ধীরস্থির। চোখ দুটো আকর্ষণীয়। বিশাল দেহের এ গরুটির পেট, পিঠ, লেজসহ পুরো চামড়ার রং কালো। মাথার সামনের ওপরে থাকা ছোট্ট শিং দুটিতে সামান্য সাদা ছাপ। শান্ত স্বভাবের আচরণে সহজেই সবার নজর কাড়ে ‘ভদ্র বাবু’। অন্য গরুটি অর্থাৎ দুষ্টু বাবু উল্টো স্বভাবের হলেও সুঠাম দেহের অধিকারী ভদ্র বাবুর মতো কালো রংয়ের।
সরেজমিনে দেখা যায়, রওশানুল ও তার স্ত্রী মিলে খামারে থাকা গরুগুলোর পরিচর্যা করছেন। নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ভদ্র নড়েচড়ে ওঠে। মাথাটা দোলাদুলি করতে থাকে। একইভাবে দুষ্টু বাবুও সাড়া দেয়। তবে গরু দুটির গলায় কোনো রশি বেঁধে দেননি খামারি। শুধু সামনের পা দুটি রশিতে বেঁধে রাখা হয়েছে। খামারি রওশানুলের পরিবারের লোকজন ছাড়া অন্য কেউ নাম ধরে ডাক দিলে তেমন কোনো সাড়াশব্দ করে না গরু দুটি। এই খামারে দুষ্টু বাবুর মা গরুটি থাকলে নেই ভদ্র বাবুর আপন কেউ।
খামারি রওশানুল ইসলাম জানান, ২০১৩ সালে মাত্র ১৮ হাজার টাকায় একটি লাল রংয়ের দেশি গরু দিয়ে তিনি খামার গড়ার স্বপ্ন দেখতে শুরু করেন। সেই একটি গরু থেকে তিন বছরে তিনটি বাচ্চা হয়। এর মধ্যে প্রথম বাচ্চাটি বড় হয়ে একটি বাচ্চা দেয়। এভাবে একের এক বাচ্চা হতে থাকে, আর এভাবে বাড়তে থাকে গরুর সংখ্যা। সব মিলিয়ে ৯ বছরে ১২টি গরু হয়। এসব থেকে বিভিন্ন সময়ে ছয়টি গরু তিনি বিক্রি করেছেন। বর্তমানে ভদ্র বাবু ও দুষ্টু বাবুসহ তার খামারে ছয়টি গরু রয়েছে।
তিনি আরও জানান, প্রতিদিন কাঁচা ঘাস, খড়, গমের ভুসি, ধানের কুঁড়া, ভুট্টা ও খুদের ভাত খাওয়ানো হয়। বর্তমানে গো-খাদ্যের দাম বাড়াতে খরচও বেশি হচ্ছে। তবে এসব গরুর জন্য আলাদা কোনো ওষুধ, কীটনাশক তিনি ব্যবহার করেন না। একেবারেই দেশি গরুর মতো খাবার খায় এসব গরু। গত বছরও তিনি ভদ্র ও দুষ্টুকে হাটে তুলেছিলেন। গরু দুটি কিনতে অনেকেই আগ্রহও দেখিয়েছেন। কিন্তু কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি করা হয়নি। এবার ভালো দামে গরু দুটি বিক্রি হবে বলে আশা করছেন রওশানুল।
ইতোমধ্যে স্থানীয় ব্যবসায়ীসহ অনেক ক্রেতাই তার বাড়িতে এসে গরু দুটি দেখে যাচ্ছেন। গরুটি দেখতে প্রতিদিন আশপাশের মানুষ ভিড় করছেন। অনেকে ফেসবুকে ছবি দেখে ফোনও করছেন। কিন্তু দামের বেলায় তাকে সন্তুষ্ট করতে পারেনি কেউ। ঈদের আগের রাত পর্যন্ত কাঙ্ক্ষিত দামের জন্য অপেক্ষা করবেন রওশানুল ইসলাম।
এদিকে রংপুরে ঈদুল আজহা উপলক্ষে অনলাইনে ১১টি পশুর হাট চালুর উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। ‘পশুরহাট’ নামে অনলাইন পেজ খুলে এই হাট চালু করা হয়েছে। এই অনলাইন পেজে গরু পালনকারীদের পশুর ছবিসহ বিভিন্ন তথ্য থাকবে। আশা করা হচ্ছে, বিগত বছরগুলোর মতো এবারো এই অনলাইন গরুর হাটে সাড়া পাওয়া যাবে। অনলাইনে পশু কেনাবেচার হাট ছাড়া রংপুর জেলায় ছোট-বড় মিলিয়ে অন্তত অর্ধশত পশুর হাট রয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় রয়েছে বড় চারটি হাট। বাকি সব হাট বিভিন্ন উপজেলায়। তবে এখন পর্যন্ত কোরবানির পশুর হাটগুলোতে কেনাবেচা জমে উঠেনি।
রংপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ট্রেনিং অফিসার বাবুল হোসেন জানান, জেলায় এবার কোরবানির ঈদ সামনে রেখে ৩ লাখ ৫৩ হাজার ৭০০ পশু মোটাতাজাকরণ করা হচ্ছে। আর চাহিদা রয়েছে ২ লাখ ২১ হাজার ৩০০টি পশুর। এবার জেলা ও উপজেলা পর্যায়ে পশুর হাটে রোগ নির্ণয়ে পশু চিকিৎসকের টিম থাকবে।
- ঠাকুরগাঁওয়ে কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য সম্পূরক সেচের উদ্যোগ
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- ফুলবাড়ীতে কোরিয়ান মেডিক্যাল টিমের উদ্যোগে দুস্থদের সেবা প্রদান
- মহররম উপলক্ষে হিলিতে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
- বঙ্গমাতা ফজিলাতুন্নেছা: বঙ্গবন্ধুর সকল ত্যাগ ও অর্জনের নিত্যসঙ্গী
- বিশ্বে জ্বালানির দাম কমলে সুফল মিলবে দেশেও: আ হ ম মুস্তফা কামাল
- আওয়ামী লীগ বিএনপির ওপর কোনো অত্যাচার করেনি: তোফায়েল আহমেদ
- পশ্চিমা যন্ত্রাংশে আরো ‘শক্তিশালী’ রাশিয়ার সমরাস্ত্র: গবেষণা
- বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মকাণ্ডের প্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা: পলক
- এশিয়ার মাঝে সবচেয়ে বেশি ছক্কা এখন রোহিতের
- দূরবীণ দিয়েও রণবীরের শরীরের গোপন কিছু দেখতে পেলাম না: টুইঙ্কেল
- বঙ্গবন্ধুর শক্তি ও অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা: হানিফ
- অনেকটা নিরুপায় হয়েই জ্বালানির দাম সমন্বয় করেছে সরকার: জয়
- আশুরার গুরুত্ব ও তাৎপর্য
- `বাঙালির মুক্তি সংগ্রামে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয়`
- পীরগাছায় ঘাঘট নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার উৎস বঙ্গমাতা: শিল্প প্রতিমন্ত্রী
- বঙ্গমাতার সমর্থনেই শেখ মুজিব বঙ্গবন্ধু হয়েছিলেন: পররাষ্ট্রমন্ত্রী
- মালয়েশিয়ায় গেল বাংলাদেশি ৫৩ কর্মীর প্রথম ফ্লাইট
- মিশরী তরুণী এখন বীরগঞ্জের পুত্রবধূ
- বাংলাদেশকে আরো ১৫ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র
- ঠাকুরগাঁওয়ে কিশোরের আত্মহত্যার খবর পেয়ে প্রাণ দিল কিশোরী
- দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই: আইজিপি
- জ্বালানি তেলের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
- রংপুরে বৃক্ষমেলায় ২ কোটি টাকার গাছ বিক্রি
- কুড়িগ্রামে বঙ্গমাতার জন্ম বার্ষিকী পালিত
- দাম কমায় ভারত থেকে পাথর-কয়লা আমদানি ফের বেড়েছে
- তিনতলায় ছাগলের খামার, একেকটির দাম ২৫ হাজার থেকে দুই লাখ
- কুড়িগ্রামে ১৪৯ ফিস্টুলা রোগী শনাক্ত
- তেঁতুলিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
- দুই দশকের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশ
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- পাওনা পরিশোধের কথা বলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- বিসিএস সুপারিশপ্রাপ্ত ১৭ জনকে সংবর্ধনা দিল ঠাকুরগাঁও চিরন্তন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- তেঁতুলিয়ায় আবারো ধরা পড়লো ৩০ কেজি ওজনের বাঘাইড়
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি