• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

মিঠাপুকুরে ভ্যানচালক হত্যায় দুই শিক্ষার্থী গ্রেপ্তার 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরে ব্যাটারিচালিত ভ্যানচালক মিয়াজান হত্যাকাণ্ডের ঘটনায় সদ্য এসএসসি পাস করা দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা ভ্যানচালক হত্যার দায় স্বীকার করেছেন।

গত ২১ জানুয়ারি সকাল ৭টার দিকে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাগলারহাটের আমবাগান  থেকে হাত-পা বাঁধা অবস্থায় মিয়াজান আলী (৩৫) নামে ব্যাটারিচালিত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
গ্রেপ্তার দুই ছাত্র হলেন, উপজেলার চেংমারী ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে মনিরুজ্জামান মনির (১৭) ও ময়েনপুর ইউনিয়নের কাশিমপুর সরকারপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে মেহেদি হাসান ওরফে সানি (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চেংমারী ইউনিয়নের চেংমারী (পশ্চিমপাড়া) গ্রামের প্রয়াত নমির উদ্দিনের ছেলে মিয়াজান আলী পেশায় একজন ভ্যানচালক। তিনি ২০ জানুয়ারি বিকেলে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হন। এরপর আর বাসায় ফেরেননি। পরদিন সকালে আমবাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মিয়াজানের মিয়ার স্ত্রী রোমানা বেগম ওরফে লালমাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মিয়াজানকে হত্যা করে ভ্যান ও মোবাইল নিয়ে পালিয়ে যান তারা। এরপর তারা ভ্যানটি গঙ্গাচড়া নিয়ে বিক্রি করেন। তারা মিয়াজানের জানাযায়ও অংশগ্রহণ করেন।

রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত মাফলার, ছিনতাই হওয়া ভ্যান ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here