• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

মেস ও বাড়ি ভাড়া মওকুফ চায় বেরোবির শিক্ষার্থীরা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২০  

Find us in facebook

Find us in facebook

সাড়াদেশে করোনাভাইরাস সতর্কতায় ঘরের বাহিরে যাওয়ার উপর কড়াকড়ি আরোপ হয়েছে। বন্ধ রয়েছে সকল সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান সহ সায়ত্বশাষিত প্রতিষ্ঠানগুলো। যার মেয়াদ আরও বৃদ্ধি পেয়েছে। 

দেশের এই সংকটময় মুহূর্তে বিপাকে পড়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা। আবাসিক হল পর্যাপ্ত না থাকায় মেসে থেকে পড়ালেখা চালাতে হয় শিক্ষার্থীদের। টিউশনের টাকা দিয়ে যাদের সমস্ত খরচ চলে, টিউশন বন্ধ হওয়ায় খুবই করুন দিন কাটছে তাদের। এই অন্তিম পরিস্থিতিও মওকুফ করা হচ্ছেনা মেস ও বাড়ি ভাড়া।

ইতোমধ্যে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ফেসবুক ওয়ালে মেস ও বাড়ি ভাড়া মওকুফের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মেস মালিকদের দৃষ্টি আকর্ষণ করেন। তুলে ধরেন এই সময়ে তাদের করুন অবস্থার কথা। কিন্তু মেস কোন মতেই ছাড় দিতে রাজি নয় মেস মালিকগণ। এমতবস্থায় চড়ম বীপাকে পড়েছে শিক্ষার্থীরা।

বেরোবির দূর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এবি মাসুদ বলেন- এই অবস্থায় বাসা ভাড়া দেওয়া শুধু কষ্টসাধ্যই নয়, অসম্ভবও বটে। টিউশন গুলা থেকে এক মাসের টাকা পরের মাসের ১৫ তারিখ এ পাওয়া যায়, সেক্ষেত্রে বেতন আশা করাটাও এখন বিলাসিতা।

আরেক শিক্ষার্থী নাজমুল বলেন, এমন অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিৎ মেস মালিকদের সাথে বসে এর একটা সমাধান করা। আর যদি প্রশাসন এটা করতে ব্যর্থ হয় 
তাহলে শিক্ষার্থীদের ভর্তূকি প্রদান করে মেসের ফি পরিশোধ করুক। যেহেতু তারা আমাদের পর্যাপ্ত হল সুবিধা দিতে পারছেনা।

বাংলা বিভাগের শিক্ষার্থী সাদিয়া বলেন, দীর্ঘদিন লকডাউন থাকার কারণে বাড়িতে যেখানে খাদ্যের অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেখানে প্রতিদিন মেস মালিক ফোন করে মেসের ভাড়া চাচ্ছেন, যা ইচ্ছা তাই বলছেন। অনেকটাই মানসিক চাপের মধ্যে পড়েছেন বলেও জানান তিনি।

এদিকে কয়েকটা মেস মালিকের সাথে কথা বললে তারা ভাড়া মওকুফ করতে পারবেননা বলে জানান। তারা বলেন- যদি তারা মেসের ভাড়া দিতে না পারে তাহলে যেন মেসে এসে সবকিছু নিয়ে যায়।

শিক্ষার্থীদের অবস্থার কথা জানালে বিষয়টি নিয়ে অন্যান্যদের সাথে কথা বলবেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. শরিফা সালোয়া ডিনা।

Place your advertisement here
Place your advertisement here