• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কিনা, বুঝবেন যেভাবে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

     
দেশের বড় বড় অনেক প্রতিষ্ঠানে দেখা যায় কর্মীরা নির্দিষ্ট পোশাক পরে কাজ করে। আর বাড়ি ফেরার সময় সেই পোশাক বদলে নেন তারা। আবার নতুন পোশাকে আমাদের কেমন দেখাচ্ছে, ফিটিং-সাইজ সব দেখে নিতে রয়েছে ট্রায়াল রুম।

তবে ভেবে দেখেছেন কি? মেয়েদের জন্য ঐ ট্রায়াল রুমে কোনো ফাঁদ পাতা নেই তো, নিশ্চিত হোন এখানে লুকানো কোনো ক্যামেরা বসানো আছে কিনা। এরপর পোশাক চেঞ্জ করুন।


কারণ  রুমগুলোর মধ্যে লুকানো ক্যামেরায় ধারণ করা বিভিন্ন স্পর্শকাতর ছবি ও ভিডিও দিয়ে তৈরি করা হতে পারে আপত্তিকর কোনো কনটেন্ট। যেগুলো দিয়ে আপনাকে হয়রানি করা হতে পারে।


এজন্য যারা বাইরের চেঞ্জ রুম ব্যবহার করেন তারা শুরুতেই সচেতন হোন। এবং নিজেকে নিরাপদ রাখতে সহজ জেনে নিন রুমে গোপন ক্যামেরা আছে কিনা।


> ট্রায়াল রুমে ঢুকে প্রথমেই চারপাশ খুব ভালোভাবে দেখে নিন।


> হ্যাঙার, কাঠের দেয়ালের খাঁজেও চোখ রাখুন।


> আয়নায় লক্ষ্য করুন যদি উল্টোদিকে অন্য ঘর বা দেয়াল দেখতে পান, বুঝবেন ঝামেলা আছে।


> দরজায় যেভাবে টোকা দেন, আয়নায়ও সেভাবে টোকা দিন; ফাঁপা শব্দ হলে, সাবধান হোন লুকানো ক্যামেরা আপনাকে দেখছে।


> আয়নায় আঙুল ছোঁয়ান। আঙুল আর প্রতিফলনের মধ্যে দূরত্ব থাকলে বুঝবেন ক্যামেরা রয়েছে।


> পোশাক চেঞ্জ করে নতুন পোশাক পরতে যদি ট্রায়াল রুম ব্যবহার করেন, তবে নিজেকে নিরাপদ রাখতে, ভেতরের বাতিগুলো নিভিয়ে নিন।


> মোবাইল ফোনের আলোতে পোশাক চেঞ্জ করুন, এরপর বাতি জ্বেলে আয়নায় দেখে নিন, কেমন লাগছে।


আর সচেতন থাকার পরও যদি কোনো ধরনের সমস্যার মুখোমখি হোন, সংকোচ না করে ৯৯৯ এ ফোন করে, সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা নিন।

Place your advertisement here
Place your advertisement here