• মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৬ ১৪৩১

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৮১

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

আফ্রিকাভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হামলায় নাইজেরিয়ার ইয়োবে প্রদেশে অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এতে এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।

ইয়োবে প্রাদেশিক পুলিশের মুখপাত্র আবদুলকরিম দুঙ্গুস বলেন, রোববার (১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ইয়োবের মাফা এলাকায় হামলা চালায় বোকো হারামের প্রায় ১৫০ সন্ত্রাসী। রাইফেল ও আরপিজেতে (রকেট প্রোপেলড গ্রেনেড) সজ্জিত হয়ে ৫০টিরও বেশি মোটরসাইকেলে চেপে তারা এসেছিল।

দুঙ্গুস বলেন, ‘তারা বহু মানুষকে হত্যা করেছে। আমরা এ পর্যন্ত নিহত ৮০ জনের নাম জানতে পেরেছি। তবে এখনও অনেকের খোঁজ পাওয়া যায়নি।’

আরেক পুলিশ কর্মকর্তা বুলামা জালালউদ্দিন জানান, ‘কয়েক দিন আগে মাফা এলাকার বাসিন্দারা বোকো হারামের দুই সন্ত্রাসীকে পিটিয়ে হত্যা করেছিল। তার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয় বলে আমাদের ধারণা।’

প্রসঙ্গত, পশ্চিম ও উত্তর আফ্রিকায় গত বেশ কবছর ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী; বোকো হারাম এর মধ্যে একটি। নাইজেরিয়ায় এ গোষ্ঠীটির তৎপরতা সবচেয়ে বেশি।

বোকো হারাম নাইজেরিয়ার সাধারণ লোকজনের কাছে ‘ডাকাতদল’ নামে পরিচিত। হত্যা, লুটপাট, অপহরণ এবং মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বোকো হারাম গত ১৫ বছর ধরে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে নাইজেরিয়ায়। তাদের হামলায় এ পর্যন্ত দেশটিতে নিহত হয়েছে ৪০ হাজারেরও বেশি মানুষ।

Place your advertisement here
Place your advertisement here