• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

চলন্ত স্কুটারে তরুণ-তরুণীর গোসল, ভিডিও ভাইরাল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ভারতের আবারো ভাইরাল হলো তরুণ-তরুণীর ভিডিও। সম্প্রতি চলন্ত স্কুটারে প্রেমিক-প্রেমিকার আলিঙ্গনের ভিডিও ভাইরাল হওয়ার পর, আলোচনায় আসে নতুন একটি ভিডিও। 

বর্তমান যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জন্য কেউ ৩০০ কিলোমিটার গতিতে বাইক চালিয়ে প্রাণ দেন। কেউ আবার অদ্ভুত পোশাক পরে ঘুরে বেড়ান। এবার স্কুটার চালাতে চালাতে গোসল করলেন এক তরুণ ও এক তরুণী। ভিডিওটি দেখে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। সেখানের পুলিশও ভিডিওটি শেয়ার করে ট্রাফিক বিভাগকে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নিতে বলেছে। 

টুইটারে শেয়ার করা ভিডিওটিতে দেখা গেছে, স্কুটারের পেছনে সবুজ বালতি কোলে নিয়ে বসে রয়েছেন এক তরুণী। স্কুটার চালাচ্ছেন এক তরুণ। তরুণী বালতি থেকে মগ দিয়ে নিজের মাথায় পানি ঢালছেন। তারপর তরুণের মাথায়। দু’জনের কারও মাথাতেই হেলমেট নেই।

ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, থানের উলহাসনগরে এই কাণ্ড ঘটেছে। সেখানে মহারাষ্ট্রের ডিজিপি ও থানে পুলিশকে ট্যাগ করা হয়েছে। জবাবে থানে পুলিশের পক্ষ থেকে লেখা হয়েছে, থানের ট্রাফিক কন্ট্রোল রুমকে জানানো হয়েছে। তারা উপযুক্ত ব্যবস্থা নেবে।

ভিডিওতে যাকে স্কুটার চালাতে দেখা গেছে, তার নাম আদর্শ শুক্ল। তিনি পেশায় একজন ইউটিউবার। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিজের এই কাজের জন্য ক্ষমা চেয়েছেন। হেলমেট না পরার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। জানিয়েছেন, ট্রাফিক আইন ভাঙার জন্য যা জরিমানা দিতে হয়, তিনি দেবেন।

Place your advertisement here
Place your advertisement here