• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পিনাকী ভট্টাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গাত্মকভাবে ফেসবুকে প্রচার করায় ইউটিউবার পিনাকী ভট্টাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে সিলেটে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সিলেট জেলা শাখার সহসভাপতি আব্দুর রহমান।

বিষয়টি রোববার সন্ধ্যায় নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সিলেটের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান।

মামলার অন্যান্য আসামিরা হলেন- নাজমুল ইসলাম, শাহরিয়ার হোসেন সাকিব (এসএইচ), শাকিল আহমেদ, মো.হাসান মিয়া (হাসান), মো.আব্দুল হাদী ও মো. রেজাউল করিম।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা নামে-বেনামে ও ছদ্মবেশে বাংলাদেশ আওয়ামী লীগের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয় করে প্রোপাগান্ডা চালিয়েছে এবং গুজব রটিয়ে সামাজিকভাবে ক্ষতি সাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও অন্যের ছবি সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি সংযুক্ত করে এবং ব্যঙ্গাত্মক কার্টুন সম্পাদনা করে ছবি তৈরি করে সম্মানহানি ঘটিয়েছেন।

ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সিআইডিকে নিদের্শ দিয়েছেন।

মামলার বাদী পক্ষে ছিলেন সিলেটের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও সিলেট জেলা বারের আইনজীবী টিপু রঞ্জন দাশ।

Place your advertisement here
Place your advertisement here