• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

১৩ বছর পর অনন্ত জলিলকে ছেড়ে কার হাত ধরছেন নায়িকা বর্ষা?

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

এবার প্রথমবারের মতো স্বামী অনন্ত জলিলের বাইরে অন্য নায়কের হাত ধরে পর্দায় আসছেন বর্ষা। জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত-বর্ষা। ১৩ বছর ধরে সিনেমার জগতে একসঙ্গে চলছেন। ২০১০ সালে রুপালি পর্দায় আসার পর এখন পর্যন্ত আটটি সিনেমায় জুটি বেঁধেছেন তারা। 

১৯৭৭ সালে মুক্তি পায় দেওয়ান নজরুল নির্মিত সিনেমা ‘দোস্ত দুশমন’। সিনেমাটিতে দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেন ওয়াসিম ও সোহেল রানা। ওই সময় ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে বন্ধু থেকে শত্রু বনে যাওয়ার গল্পটি।

৪৬ বছর পর একই নামে আরেকটি চলচ্চিত্র তৈরি হচ্ছে। এই সিনেমাতেই অভিনেতা ডি এ তায়েবের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন বর্ষা। সিনেমায় অনন্ত জলিল থাকলেও মূল নায়কের ভূমিকায় থাকছেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ডি এ তায়েব বলেন, ‘দোস্ত দুশমন’ সিনেমায় আমি হিরো। অনন্ত ভাই নিজেই বলেছেন, বর্ষার হিরো ডি এ তায়েব। আমার কোনো নায়িকা লাগবে না। এটা উনার উদারতা, উনার ভালোবাসা।

প্রসঙ্গত, ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমা দিয়ে পর্দায় অভিষেক হয় অনন্ত-বর্ষার। এরপর একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন এই জুটি। অনন্ত জলিলের বাইরে অন্য নায়কের সঙ্গে দেখা যায়নি বর্ষাকে। অনন্তও কাজ করেননি অন্য কারও সঙ্গে। তবে প্রথমবারের মতো স্বামী অনন্ত জলিলের বাইরে অন্য নায়কের হাত ধরে পর্দায় আসছেন বর্ষা।

Place your advertisement here
Place your advertisement here