• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

যাদের হাতে উঠল ‘গ্র্যামি অ্যাওয়ার্ড-২০২৪’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৬তম আসর। বছর জুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সঙ্গীত তারকাদের এই অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ট্রেভর নোয়া। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে গ্র্যামি বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

একনজরে গুরুত্বপূর্ণ বিভাগে গ্র্যামি অ্যাওয়ার্ডস–জয়ীরা:

রেকর্ড অব দ্য ইয়ার: মাইলি সাইরাস (ফ্লাওয়ার্স)
অ্যালবাম অব দ্য ইয়ার: টেইলর সুইফট (মিডনাইটস)
বেস্ট নিউ আর্টিস্ট: ভিক্টোরিয়া মোনেট
সং অব দ্য ইয়ার: বিলি আইলিশ, ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ (‘বার্বি’ সিনেমার গান)
বেস্ট পপ অ্যালবাম: টেইলর সুইফট (মিডনাইটস)
বেস্ট আরঅ্যান্ডবি সং: সিজা, ‘স্নুজ’
বেস্ট কান্ট্রি অ্যালবাম: লায়নি, ‘বেল বটম কান্ট্রি’
বেস্ট পপ সলো পারফরম্যান্স: মাইলি সাইরাস, ‘ফ্লাওয়ার্স’
বেস্ট প্রোগ্রেসিভ আরঅ্যান্ডবি অ্যালবাম: সিজা, ‘এসওএস’
বেস্ট আরঅ্যান্ডবি অ্যালবাম: ভিক্টোরিয়া মোনেট, ‘জাগুয়ার ২’
বেস্ট র‍্যাপ অ্যালবাম: কিলার মাইক, ‘মাইকেল’
বেস্ট রক সং: বয়জিনিয়াস, ‘নট স্ট্রং এনাফ’

Place your advertisement here
Place your advertisement here