• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

কলেজে ভর্তিতে ঘণ্টায় ১৪,৫০৬ আবেদন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩  

Find us in facebook

Find us in facebook

একাদশ শ্রেণির ভর্তিতে প্রথম দুই দিনে ব্যাপক সাড়া মিলেছে। গত বৃহস্পতিবার রাত থেকে শুরুর পর শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ৩৯ ঘণ্টায় অনলাইনে ভর্তির আবেদন করেছে ৫ লাখ ৬৫ হাজারের বেশি শিক্ষার্থী‌। অর্থাৎ প্রতি ঘণ্টায় প্রায় ১৪ হাজার ৫০৬ জন শিক্ষার্থী আবেদন করছেন।

প্রথম থেকে ভর্তিতে ব্যাপক সাড়া পাওয়ার কারণ হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার জানান, অভিভাবক, ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা প্রথমদিকে আবেদন করে ফেলে। ‌ প্রতিবছর প্রথম এক সপ্তাহ ৮০ তাংশের বেশি ভর্তি আবেদন পড়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হবে না।

তিনি জানান, আগামী তিনদিনে আরও ৬-৭ লাখ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারে।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্যমতে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে একদশে ভর্তির আবেদন শুরু হয়। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫ লাখ ৬৫ হাজার ৭৫৩ জন আবেদন করেছেন। তারা মোট ৩০ লাখ ৭৮ হাজারের বেশি আসন পছন্দ দিয়েছেন। প্রতিজন শিক্ষার্থী ৫টি থেকে ১০টি কলেজে আসন পছন্দ দিতে পারছেন।

এবারও তিন দফা আবেদন কার্যক্রম চলবে। ক্লাস শুরু হবে আগামী ৮ অক্টোবর। নীতিমালায় গত বছরের মতো এবারও আবেদন ফি ১৫০ টাকা করা হয়েছে। পাশাপাশি রেজিস্ট্রেশন ফি করা হয়েছে ৩৩৫ টাকা। আগামী ২০ আগস্ট পর্যন্ত প্রথম ধাপের আবেদন চলবে।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার একাদশে ভর্তিতে মোট আসন আছে ২৬ লাখের বেশি। আর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। সে হিসেবে একাদশে ভর্তিতে আসন সংকট হবে না। তবে কাঙ্ক্ষিত কলেজে চান্স পাওয়া নিয়ে ভাবতে হবে শিক্ষার্থীদের।

শিক্ষা মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৭ শতাংশ বাদে কলেজের ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে ও এসব আসনে ভর্তির জন্য মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

যেভাবে আবেদন করা যাচ্ছে
http://xiclassadmission.gov.bd সার্ভারে আবেদন করার আগে শিক্ষার্থীদের আবেদন ফি জমা দিতে হয়। সেই ফি কোনও ব্যাংকে না গিয়েও বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে। তারপর পছন্দের কলেজ বাছাই করে অনলাইনে সাবমিট করতে হবে।

আবেদন করার সময়সূচি
প্রথম ধাপের আবেদন নেওয়া হবে ২০ আগস্ট পর্যন্ত। ৩১ আগস্ট পুনর্নিরীক্ষণের আবেদন করে ফল বদলানো শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে। ৫ সেপ্টেম্বর প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে। ৭ থেকে ১০ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা।

এরপর ১২ থেকে ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের আবেদন নিয়ে ফল প্রকাশ করা হতে পারে ১৬ সেপ্টেম্বর। প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে নির্বাচিতরা নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবে।

আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চয়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

নির্বাচিত শিক্ষার্থীকে ৩৩৫ টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। আগে প্রাথমিক নিশ্চয়ন ফি ছিল মোট ৩২৮ টাকা।

উচ্চ আদলতের আদেশে চার্চ পরিচালিত কলেজ নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করবে।

Place your advertisement here
Place your advertisement here