• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন পড়েছে ৫ লাখ ৮৩ হাজার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের বিভিন্ন কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শেষ হয়েছে। সোমবার (৮ মে) রাত ১২টায় এ আবেদন শেষ হয়। তিনটি বিভাগ মিলে মোট আবেদনকারীর সংখ্যা ৫ লাখ ৮৩ হাজার ৬১৫ জন। এদের মধ্যে বিজ্ঞানে ৯৪ হাজার ২৭২ জন, মানবিকে ৩ লাখ ৭৮ হাজার ৩৫ জন এবং ব্যবসায় ৯৬ হাজার ৪৮৭ জন আবেদন করেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিষয়ক স্কুল ডিন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৫ এপ্রিল অনলাইনে এ আবেদন কার্যক্রম শুরু হয়। এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুন শুরু হবে।

জানা গেছে, এবার মানবিক বিভাগে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ-৬ দশমিক ৫ এবং পৃথকভাবে নূন্যতম জিপিএ-৩ প্রয়োজন হয়েছে। আর বিজ্ঞান ও ব্যবসায় বিভাগে এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ-৭ এবং পৃথকভাবে নূন্যতম জিপিএ-৩ প্রয়োজন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে মোট আসন সংখ্যা প্রায় ৪ লাখ ৩৪ হাজার। এদের মধ্যে প্রতি বছর প্রায় ৪ লাখ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়।


 

Place your advertisement here
Place your advertisement here