• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ইবিতে লোক-প্রশাসন বিভাগের পিঠা উৎসব 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের দ্বিতীয় তলার করিডরে রোববার সকাল সাড়ে ১১টায় লোক-প্রশাসন বিভাগের পিঠা উৎসব হয়েছে। 
পিঠা উৎসবে বিভাগের সভাপতি প্রফেসর ড. জুলফিকার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী, বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। 

উৎসবে হৃদয় হরণ, বিবি খানা, পাটিসাপটা, দুধ পুলি, গোলাপ, বরফি, নকশি, পাকান, ভাপা পুলি, মাছ পিঠা, ব্যান্ড পিঠা, পাঁচতারা, জর্দার বরফি, চিংড়ি, দুধ চিতই ও খেজুর পিঠাসহ প্রায় ১২৮ রকমের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করা হয়। 

ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন বড় আয়োজন আমাদের বিমোহিত করেছে। আমাদের ভেতরে লুকায়িত পিঠার জন্য যে অজানা আকুতি সেটা পুরণ করেছে লোক প্রশাসন বিভাগ। এই পিঠা উৎসবের আয়োজনে আসতে পেরে আমরা কৃতজ্ঞ। 

আগামী ৩ মার্চ লোক প্রশাসন দিবস পালিত হবে। এ উপলক্ষে ৪ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে লোক প্রশাসন বিভাগ। কর্মসূচির তৃতীয় দিনের অংশ হিসেবে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে বলে বিভাগ সূত্রে জানা গেছে।

এসময় প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন, বিভাগের প্রফেসর ড. রাকিবা ইয়াসমিন, প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রফেসর ড. আসাদুজ্জামান, প্রফেসর মোহাম্মদ সেলিম, প্রফেসর গিয়াস উদ্দিন, প্রফেসর ড. মুন্সী মুর্তজা আলী প্রমুখ। 

Place your advertisement here
Place your advertisement here