• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

দিনাজপুরে নাশকতার মামলায় বিএনপির ৬ নেতাকর্মী কারাগারে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরে নাশকতা মামলায় জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলামসহ দলের ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে মোজাহারুল ইসলামসহ ৬ নেতাকর্মী জেলা ও দায়রা জজ যাবিদ হোসেনের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) রবিউল ইসলাম রবি।

কারাগারে পাঠানো অন্যরা হলেন- বিরল উপজেলা যুবদলের আহ্বায়ক ও ধর্মপুর ইউপি চেয়ারম্যান নুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম, বিএনপি নেতা আরমান আলী, মমিন ও হাসিনুর রহমান পায়েল। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন তারা।

মামালার এজাহার সূত্রে জানা যায়, গত বছর ৩১ অক্টোবর সকাল ১১টায় বিরল উপজেলার দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের তৈয়বপুর এলাকায় আলী পেট্রল পাম্পের পাশে পাকা রাস্তার ওপরে একটি ট্রাক নাশকতার উদ্দেশ্যে ভাঙচুর করে ট্রাকটির ক্ষতিসাধন করা হয়। পরে ট্রাকচালক লিটন ১৪ জনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাতনামা দেখিয়ে বিরল থানায় একটি মামলা করেন।

Place your advertisement here
Place your advertisement here