• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

নীলফামারীতে স্ত্রী-সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীতে স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন আশিকুল মোল্লা বাবু নামে এক ব্যবসায়ী।

শুক্রবার সকালে সদর উপজেলার দাড়োয়ানী বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আশিকুল মোল্লা বাবুর স্ত্রী তহুরা বেগম, তার বড় মেয়ে ১১ বছরের তানিয়া আক্তার ও ছোট মেয়ে ছয় বছরের জারিন আক্তার।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আশিকুল মোল্লাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে, হত্যার কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল তদন্ত করে দেখছে।

Place your advertisement here
Place your advertisement here