• মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৬ ১৪৩১

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পঞ্চগড় জেলা যুবদল সভাপতি ও ছাত্রদল সম্পাদক কারাগারে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বেআইনিভাবে পথরোধ করে মারধর, ক্ষতিসাধন এবং ভয়ভীতি দেখানোর মামলায় পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার বিকেলে পঞ্চগড় আদালত-১ এ হাজির হয়ে আগের একটি মামলার জামিন আবেদন করেন তারা। পরে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বারি এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত বছরের ১৬ নভেম্বর শ্রমিক লীগ নেতা নুরুজ্জামান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ফেরদৌস ওয়াহিদ রাসেলকে প্রধান করে ৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় বেআইনিভাবে পথরোধ করে মারধর, ক্ষতিসাধন এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ তোলা হয়।

Place your advertisement here
Place your advertisement here