• মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৬ ১৪৩১

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বস্ত্র ও পাট উপদেষ্টার সঙ্গে নিটার শিক্ষার্থীদের সাক্ষাৎ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে এসে সাক্ষাৎ করেন তারা। এ সময় নিটার শিক্ষার্থীরা শোষণমুক্ত শিক্ষার পরিবেশ গড়ার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো তুলে ধরেন।  তাদের দাবিগুলো হলো, ক্যাম্পাসের সব কার্যক্রম স্বাভাবিক করা, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তির আওতায় আনা, নতুন অ্যাকাডেমিক বিল্ডিং ও ছাত্রাবাস ভবন নির্মাণ, নিটারকে সরকারিকরণ। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব দিয়ে শোনেন এবং এর যৌক্তিক দাবিগুলো সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে পূরণ করবেন বলে আশ্বাস দেন।  

এ সময় মন্ত্রণালয়ের বিটিএমসি চেয়ারম্যান বিগ্রে. জেনারেল জিয়াউল হক, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার উপস্থিত ছিলেন। 

Place your advertisement here
Place your advertisement here