• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

মার্কিন পররাষ্ট্র দফতরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, রাজনৈতিক দল বা প্রার্থী নির্বিশেষে’ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা জোরদার করতে তারা আগ্রহী।

গতকাল রোববার এক প্রেস ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বজুড়ে যেকোনো নির্বাচনের জন্য আমাদের আশা হলো যে, সেগুলো অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে।

তিনি বলেন, এর বাইরে রাজনৈতিক দল বা প্রার্থী অথবা এ ধরনের কিছু নিয়ে তার আর কিছু বলার নেই।

প্যাটেল বলেন, গত বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়।

বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রাম সম্পর্কে আরো জানার সুযোগ পাওয়া সম্মানের বিষয় উল্লেখ করে এক টুইট বার্তায় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রাম সম্পর্কে আরো জানার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।

এর আগে, যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার গত ১২-১৩ মে বাংলাদেশ সফর করেন এবং ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেন।

Place your advertisement here
Place your advertisement here