• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

আনুষ্ঠানিক গ্যাস উত্তোলনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি  

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ভোলার ইলিশা-১ কূপ থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলনে শেষ ধাপের ড্রিলিং স্ট্রিম টেস্ট (ডিএসটি) শুরু করেছে বাপেক্স। গতকাল সকাল থেকে এ পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। এর আগে কূপটির দুটি স্তরের পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে গ্যাস মজুদ থাকার বিষয়টি। এখন তৃতীয় স্তরের ডিএসটি সম্পন্ন হলেই আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন করা হবে। তবে সেটি কবে নাগাদ হবে তা নিশ্চিত না।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০১৮ সালের দিকে ভূতাত্ত্বিক জরিপের পর গ্যাসের সম্ভাব্যতা যাচাই শেষে এ বছরের ৯ মার্চ ইলিশা-১ কূপ খনন করে বাপেক্স। রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রোম খনন কাজ সম্পন্নের পর এখন চলছে ডিএসটি কার্যক্রম। তৃতীয় ধাপের কাজ গতকাল সকাল থেকে শুরু হয়। আগামী ২৪ ঘণ্টার পরীক্ষায় গ্যাস মজুদ, উৎপাদন এবং উত্তোলন সম্পর্কে নিশ্চিত হবে বাপেক্স।

বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে কূপটিতে ১৮০ থেকে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে, যা থেকে প্রতিদিন গড়ে ২০ থেকে ২২ মিলিয়ন গ্যাস উত্তোলন করা যাবে। এদিকে একের পর এক গ্যাসের সন্ধান মেলায় স্থানীয়রা দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির স্বপ্ন দেখছে।

বাপেক্স বলছে, ইলিশা-১ কূপটি আলাদা গ্যাসক্ষেত্র হতে পারে, যা এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়। সব ঠিকঠাক থাকলে ভোলার ৯টি কূপে মোট গ্যাস মজুদের পরিমাণ দাঁড়াবে ১ দশমিক ৭ টিসিএফ।

Place your advertisement here
Place your advertisement here