• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

একদিনে করোনায় ৬ মৃত্যু, শনাক্ত ১১.৮৯

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জুলাই ২০২২  

Find us in facebook

Find us in facebook

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ২৯ হাজার ২২৩ জনের। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৪ জন। শনাক্তের হার ১১ দশমিক ৮৯ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জন।

এর আগে বুধবার স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যান ৫ জন। তখন দেশে মোট মৃত্যু দাঁড়ায় ২৯ হাজার ২১৭ জনের। ঐ সময়ে করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ২৭ জনের শরীরে। তখন মোট শনাক্ত দাঁড়ায় ১৯ লাখ ৯২ হাজার ৫৮ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুইদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Place your advertisement here
Place your advertisement here