• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

তৃতীয় দফায় ভাসানচরের উদ্দেশ্যে রওনা দিলেন ১৭৭৮ রোহিঙ্গা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

কক্সবাজারের উখিয়া ক্যাম্প স্থানান্তরের অংশ হিসেবে তৃতীয় দফার প্রথম দিনে ভাসানচরের উদ্দেশ্যে স্বেচ্ছায় রওনা করেছেন ১ হাজার ৭৭৮ রোহিঙ্গা।

শুক্রবার সকাল ৯টায় নৌবাহিনীর চারটি জাহাজে চট্টগ্রামের পতেঙ্গার বোট ক্লাব সংলগ্ন ঘাঁট থেকে এসব রোহিঙ্গারা রওনা হন। এছাড়া এ দফার দ্বিতীয় দিনে আগামীকাল ১ হাজার ২২২ রোহিঙ্গ ভাসানচরে যাওয়ার কথা রয়েছে।

নৌবাহিনীর কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর চারটি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আগামীকাল সকালে বাকি ১২২২ রোহিঙ্গা যাবেন।

তিনি আরো জানান, স্বেচ্ছায় ভাসানচর যেতে আগ্রহী রোহিঙ্গা সদস্যদের তালিকা করে তাদের ভাসানচরে পৌঁছানোর উদ্যোগ নিয়েছে কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্তৃপক্ষ। সেই উদ্যোগের অংশ হিসেবে তৃতীয় দফায় ১৭৭৮ রোহিঙ্গা সদস্যকে নৌবাহিনীর জাহাজযোগে ভাসানচরে পৌঁছে দেয়া হচ্ছে।

গত বৃহস্পতিবার বিকেলে উখিয়া ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বাসযোগে পতেঙ্গা নৌবাহিনীর অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে আনা হয়। এই ক্যাম্পে তাদের রাতের খাবার এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর শুক্রবার সকালে ভাসানচরের উদ্দেশ্যে তাদের জাহাজে তোলা হয়।

উল্লেখ‌্য, গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন এবং দ্বিতীয় ধাপে ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা সদস্য স্বেচ্ছায় ভাসানচরে গেছেন। এ নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে মোট ৩ হাজার ৪৪৭ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়।

Place your advertisement here
Place your advertisement here