• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

জর্ডান বাদশার কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত নাহিদা সোবহান রোববার জর্ডানের বাদশাহ আবদুল্লাহ আল হোসাইনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। জর্ডান দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিচয়পত্র পেশের জন্য বাদশাহের সরকারি দফতর বাসমান প্যালেসে পৌঁছালে রাষ্ট্রদূতকে মোটর শোভাযাত্রা সহ গার্ড অব অনার প্রদান করা হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় বাদশাহ হোসাইন জর্ডানের ধর্মীয়, সামাজিক মানবিক সম্প্রীতির বিষয় তুলে ধরেন এবং উভয় দেশের মধ্যে জোরালো সম্পর্কের কথা উল্লেখ করেন। জর্ডানে অবস্থিত বাংলাদেশি শ্রমিকদের পূর্ণ সহযোগিতা দেওয়ার বিষয়েও আশ্বস্ত করেন বাদশাহ।

এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের অনুরোধ জানান। অনুষ্ঠানে দূতাবাসের প্রথম সচিব মোহাম্মাদ মনিরুজ্জামান ও মো. বশির উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here