– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপু‌রে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’ অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

সড়কে জমাটবাঁধা রক্তে বালুচাপা, মরদেহ ফেলে পালালেন ট্রাকচালক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বগুড়ায় বিসিক শিল্পনগরীতে আব্দুল বাসেদ (৪০) নামে এক নৈশপ্রহরীর মুখ থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শাওন ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাসেদ বগুড়ার গাবতলী উপজেলার পাইকারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

বগুড়ার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) শফিকুল ইসলাম বলেন, দুই মাস আগে বিসিক শিল্পনগরীতে শাওন ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানে নৈশ্যপ্রহরী হিসেবে বাসেদ কাজ শুরু করেন। সোমবার রাতেও তিনি প্রতিষ্ঠানটিতে ডিউটিরত ছিলেন। মঙ্গলবার সকালে স্থানীয় শ্রমিকরা বাসেদের মাথা থেঁতলানো মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে রাতে বিসিক নগরীর সড়ক মেরামতে আসা বালুবাহী ট্রাকের চাপায় বাসেদের মৃত্যু হয়েছে। তবে ট্রাকচালক ও সহকারী দায় এড়াতে সড়কে জমাটবাঁধা রক্ত বালুচাপা দিয়ে বাসেদের মরদেহ শাওন ব্রাদার্সের সামনে রেখে পালিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here