• সোমবার ১৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৯ ১৪৩১

  • || ০৪ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

রাজধানীতে ভোররাত থেকে বৃষ্টি, আপাতত সুখবর নেই

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ আগস্ট ২০২৩  

Find us in facebook

Find us in facebook

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজধানীতে বৃষ্টি হয়েছে। সোমবার ভোর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সকাল পর্যন্ত অব্যাহত থাকে। দেশের উপকূলীয় চট্টগ্রাম, বরিশাল খুলনা বিভাগে অতিভারী বৃষ্টি হচ্ছে। 

সকালে বৃষ্টি হওয়ার কারণে ভোগান্তিতে পড়েছে অফিসমুখী নগরবাসী। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এখনো পুরো আকাশ কলো মেঘে ঢেকে আছে। যে কোনো সময় আবার শুরু হতে পারে তুমুল বৃষ্টি। 

এদিকে বৃষ্টি নিয়ে আপাতত কোনো সুখবর নেই। সোমবার দিনভর ঢাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের এ প্রবণতা সারাদেশে আরো দুদিন অব্যাহত থাকতে পারে।

এর আগে, রোববার সারাদিনই ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। তবে সারাদিনে মাত্র ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবাণীতে আবহাওয়া বিভাগ জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা এর বেশি) বর্ষণ হতে পারে।

অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্কবাণীতে জানানো হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত পটুয়াখালীর খেপুপাড়ায় ৩২৩ কিলোমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি রয়েছে চট্টগ্রাম বিভাগে। 

Place your advertisement here
Place your advertisement here