• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় আইসিইউ চালু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় আইসিইউ চালু                       
উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩০ শয্যার আইসিইউ ইউনিট চালু করা হয়েছে। এই ইউনিটের আওতায় ৮ হাজার টাকায় অন্তত ৫০ হাজার টাকার চিকিৎসা সেবা নিশ্চিতের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বেসরকারি খাতে সবচেয়ে বড় ইউনিট গড়ে তোলা হয়েছে মানুষের অনুদানে বিশ কোটি টাকায়।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানটির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩০ শয্যা বিশিষ্ট সম্প্রসারিত ইন্টেন্সিভকেয়ার ইউনিটের (আইসিইউ) উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ।

এসময় ভূমিমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি খাতে স্বাস্থ্য সেবা উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টার কারণে করোনা মহামারির মতো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। সরকারি-বেসরকারি বিনিয়োগের মাধ্যমে স্বাস্থ্য সেবাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

Place your advertisement here
Place your advertisement here