• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বীরগঞ্জে টেকসই উন্নয়নের জন্য উদ্যোক্তা অন্বেষণ শীর্ষক কর্মশালা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের বীরগঞ্জে টেকসই উন্নয়নের জন্য ফার্মিং পদ্ধতিতে রেশম চাষ ও উদ্যোক্তা অন্বেষণ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয় ঠাকুরগাঁও এবং রেশম সম্প্রসারণ কেন্দ্র বীরগঞ্জ এর আয়োজনে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর অর্থায়নে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য (সম্প্রসারণ প্রেষণা) উপসচিব বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী এমএ মান্নান। আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়, রংপুর উপপরিচালক মাহাবুব-উল-হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা প্রফেসর ড. মোঃ আবুল কালাম, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আখতারুল ইসলাম, জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়, ঠাকুরগাঁও সহকারী পরিচালক মোঃ আকবর হোসেন, নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক সরকার, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিদুল ইসলাম, রেশম সম্প্রসারণ কেন্দ্র, বীরগঞ্জ ব্যবস্থাপক মোঃ কামরুল আহসান নয়ন, রেশম চাষী মোঃ শহীদুল ইসলাম ও তসের আলী। 

Place your advertisement here
Place your advertisement here