• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ফুলবাড়ী সীমান্তে অনুপ্রবেশ রুখতে বিজিবি’র কড়া নজরদারী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

ভারতে নাগরিক পঞ্জি (এনআরসি) প্রাকাশের পর সেখানে বাংলাভাষী অনেকেই চাপের মুখে বাংলাদেশের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় কড়া নজরদারী রেখেছেন। বডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোঃ শরীফউল্লাহ্ আবেদ (এসজিপি) সীমান্ত এলাকায় সকল বিজিবি'র দায়িত্ব প্রাপ্ত সৈনিক গণকে সীমান্ত এলাকায় কড়া নজরদারী রাখার জন্য দিক নিদের্শনা দেন।

এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায় লে. কর্নেল মোঃ শরীফউল্লাহ্ আবেদ (এসজিপি) এর সাথে কথা বললে তিনি জানান, সীমান্ত এলাকায় মানুষ হত্যা, নারী ও শিশু পাচার, চোরাচালানী বন্ধে আমরা বিভিন্ন ধরনের সভা সেমিনার করার পর বর্তমানে সীমান্ত এলাকায় মানুষ হত্যা শূন্যের কোঠায় এসেছে। বর্তমান সীমান্তে কোন মানুষ পাচার ও চোরাচালান নেইে । অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবি সজাগ দৃষ্টি রেখেছে। যাতে করে কেউ সীমান্তের ওপার থেকে চোরাই পথে বাংলাদেশে না আসতে পারে সেদিকে আমরা কড়া নজর দিচ্ছি।

Place your advertisement here
Place your advertisement here