• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পঞ্চগড়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল ও সমাবেশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্য্যকারী সভাপতি শাজাহান খান এমপি এর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ইলিয়াস কাঞ্চন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্য্যকারী সভাপতি শাজাহান খান এমপি বিরুদ্ধে ১শ কোটি টাকা মানহানীর মামলা করেন। সে মামলা প্রত্যাহারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক সংগঠনগুলো। 

পঞ্চগড় জেলা বাস,মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন  (রেজি নং রাজ-১৬৬০) এর সভাপতি বদরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ-২৬৪ ) এর সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক আমিরুল ইসলামের নেতৃত্বে দুই সংগঠনের কয়েক হাজার শ্রমিক বিক্ষোভ মিছিলে অংশ নেয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকরা অংশ নেয়। 

পঞ্চগড় কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় গিয়ে শেষ হয়।  বিক্ষোভ মিছিল শেষে পঞ্চগড় কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্ত¡রে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ সমাবেশে পঞ্চগড় জেলা বাস,মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন  (রেজি নং রাজ-১৬৬০)  সভাপতি বদরুল ইসলাম , ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম , পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ-২৬৪ ) এর সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক আমিরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। 

বক্তারা অবিলম্বে শাজাহান খান এমপির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। 

Place your advertisement here
Place your advertisement here